সভাপতির বানী

মাননীয় অভিভাবকগণ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও শুভানুধ্যায়ীরা,আসসালামু আলাইকুম। আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। নারী শিক্ষা দেশের উন্নয়নের অন্যতম প্রধান চাবিকাঠি। আমাদের এই প্রতিষ্ঠান সেই মহান লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি এলাকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমরা বিশ্বাস করি, সুশিক্ষিত নারী সমাজ মানেই আলোকিত পরিবার, এবং আলোকিত পরিবারই গড়ে তোলে সমৃদ্ধ জাতি। এই কলেজের ছাত্রীদের একাডেমিক অগ্রগতি, নৈতিক মূল্যবোধ, সহ-পাঠ্যক্রমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আমাদেরকে গর্বিত করে। আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের প্রতি, যাঁদের নিরলস পরিশ্রম ও সহযোগিতায় আজ এই কলেজ একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা ভবিষ্যতেও কলেজের মানোন্নয়নের জন্য সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আসুন, একসাথে একটি আলোকিত ভবিষ্যতের জন্য কাজ করি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত ও তাওফিক দান করুন। ধন্যবাদান্তে, সভাপতি আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ